News:

১৯৭৩ সালে মোঃ অহিদুজ্জামান(হুজুর)  নামে একজন অপরিচিত ভদ্রলোক আসেন  এবং অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ জয়নদ্দীন মাতুব্বর এর বাড়িতে আশ্রয় নেন।তাঁরই (হুজুরের) উদ্যোগে একটি মাদ্রাসা (দাখিল), তিনটি মসজিদ, একটি প্রাইমারি স্কুল সহ অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত  হয়।অত্র বিদ্যালয়ের জায়গা এবং অর্থের যোগান মোঃ জয়নদ্দীন মাতুব্বর বহন করে। যার ফলে তার নামানুসারে অত্র বিদ্যালয়ের নাম নারানদিয়া জয়নদ্দীন মাতুব্বর উচ্চ বিদ্যালয়  রাখা হয়।